অর্থোপেডিক / অর্থোপেডিক সার্জারী

অর্থোপেডিক বিভাগ: অনেক ডায়াবেটিক রোগীর জটিলতার কারণে পায়ে পচনশীল রোগ হতে পারে এবং এর ফলে পা কেটে ফেলার মতো ভয়ংকর অবস্থার সৃষ্টি হতে পারে। প্রায় প্রতিদিন মিনিটে ৭ জনের পায়ের অপারেশন ঢাকা বারডেমে হচ্ছে। চট্টগ্রামের রোগীদের এখন আর কষ্ট করে ঢাকায় যেতে হচ্ছে না। চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালেই ”ফুট কেয়ার সেন্টার” চালু হয়ে গেছে। ডায়াবেটিক রোগীর পায়ের জটিল অপারেশন এবং জেনারেল ও অর্থোপেডিক সার্জাারীও অভিজ্ঞ সার্জন দ্বারা করা হয়।

ডায়াবেটিস সম্পর্কে সচেতন না হলে এবং এ রোগ নিয়ন্ত্রণ না করলে যে কোন ডায়াবেটিক রোগীর কিডনি, চোখ, হৃদপিন্ড, পা ইত্যাদি মারাত্মকভাবে আক্রান্ত হতে পারে। দেখা দিতে পারে নানারকম শারীরিক জটিলতা। এ রোগ সম্পর্কে সচেতনতা এবং যথাযথ চিকিৎসার অভাবে অসংখ্য লোক অন্ধত্ব ও পঙ্গুত্ব বরণ করা ছাড়াও অকালে মৃত্যুবরণ করে।

সর্বোপরি চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে বারডেম এর শাখা হিসাবে অন্তর্ভূক্তি করার প্রয়াস চালানো হচ্ছে। তখন ঢাকার বারডেম এর ডাক্তাররা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে এসে চিকিৎসা সেবা দিবে। ফলশ্র“তিতে কোন ডায়াবেটিক রোগীকে আর চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না।

বিশ্বে প্রতিটি দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা হবে ৫৫ কোটি। আইডিএফ এর তথ্যানুসারে, বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮৪ লাখ, ২০৩০ সালে যা ১ কোটি ৬৮ লাখে পৌঁছাবে। এই ব্যাপকতাকে প্রতিহত করতে চাইলে সকলের সহযোগীতা একান্ত কাম্য। আমরা সবাই যদি স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা মেনে চলি তাহলে ৮০% টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।