বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ মোহাম্মদ ইব্রাহিম এর ৩২তম মৃত্যুবার্ষিকীতে ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে আজ সকাল ৮.০০ ঘটিকা হইতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, খতমে কোরান, মিলাদ এবং সকাল ১০ ঘটিকায় সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে রোগী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ কামরুল হাসান এনডিসি, চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার বলেন, সারাবিশ্বে এমন কোন এলাকা বা বাড়ী পাওয়া যাবে না যেখানে ডায়াবেটিস রোগী নেই। তিনি বলেন, ডাঃ ইব্রাহিম মাত্র ২৩ জন রোগী নিয়ে নিজ বাসায় ডায়াবেটিসের চিকিৎসা শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি বারডেম হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তিনি আরো বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের রোগী সেবার মান খুবই উন্নত এবং অতুলনীয়। এজন্য তিনি হাসপাতালের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে আউটডোর বিভাগের রোগী সমাগম দেখে তিনি অভিভূত হয়ে বলেন, এজন্য ডাঃ মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশে ডায়াবেটিসের ক্ষেত্রে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল। তিনি মরহুম ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের রুহের মাগফেরাত কামনা করেন এবং ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সমিতির সভাপতি ও চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন – স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। ডাঃ মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুর আগে বলে গিয়েছেন-”যেদিন আমি মারা যাব সেদিন যেন ৫ মিনিটের জন্যও রোগীসেবা বন্ধ করা না হয়”। তিনি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করে গেছেন বলেই আজ বাংলাদেশের লক্ষ লক্ষ ডায়াবেটিক রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন। চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রমকে আরো গতিশীল ও যুগোপযোগী হিসাবে গড়ে তোলা এবং হাসপাতালের সকল প্রকার চিকিৎসা সেবা যাতে চট্টগ্রামের মানুষ পায় সেই লক্ষ্যে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে । রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলা থেকে উপজেলা পর্যায়ে ডায়াবেটিস শাখা হাসপাতালের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, সরকারী অনুদান আরো বৃদ্ধি এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য হাসপাতালের নামে ভূমি প্রদানের আহবান জানান।

অনুষ্ঠানে নির্বাহী সদস্য মোঃ হাসান মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এস.এম শওকত হোসেন, মিসেস আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, নির্বাহী সদস্য প্রিন্সিপাল লায়ন মোঃ সানাউল্লাহ, মোঃ শহীদুল আলম, মোঃ আলী চৌধুরী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সহকারী কমিশনার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, হাসপাতালের এডিশনাল ডাইরেক্টর ডাঃ নওশাদ আজগার চৌধুরী, রোগী সদস্য নৌবাহিনী কলেজের সহকারী শিক্ষিকা রোকসানা বেগম এবং অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ সাহাবুদ্দিন প্রমুখ। দেশ, জাতি, ডাঃ মোঃ ইব্রাহিম এবং কোভিড মহামারী নিরাময়ে মোনাজাত পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব শাহজাদা মোঃ এনায়েত উল্লাহ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + three =