Delux কেবিন, কেবিন ও জেনারেল বেড
৭০টি বেড, ১৫টি ভিআইপি কেবিনসহ অভিজ্ঞ ডাক্তার, নার্স, মেট্রন সহ সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার যেখানে নরমাল ডেলিভারী, সিজারিয়ান অপারেশন, জরায়ু অপারেশন সমূহ অভিজ্ঞ গাইনোকোলজিষ্ট দ্বারা সম্পন্ন করা হয়।
১. সকল প্রকার ডায়াবেটিক ও নন-ডায়াবেটিক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়।
২. মেডিসিন, কার্ডিওলজি, সার্জারী, অর্থোপেডিক, চক্ষু, গাইনী, শিশু, চর্ম সহসকল ডিসিপ্লিনের রোগীর চিকিৎসা করানো হয়।
৩. স্বল্প মূল্যে ডেলিভারী ও সিজারিয়ান এবং জরায়ু অপারেশন করানো হয়।
৪. গর্ভবতী ডায়াবেটিক রোগীদের জন্য নিরাপদ চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল। কারণ গর্ভবতী ভ্রুণ প্রসূতি ও সদ্য প্রসূত শিশু সকলের জন্যই যে কোন সময় বিপদজনক হয়ে উঠতে পারে। বিপদ এড়ানো এবং গর্ভকালীন নিরাপত্তার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে ইনসুলিনের ব্যবহার জরুরী। ডায়াবেটিস আছে এমন গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসবের জন্য ডায়াবেটিস প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের মাধ্যমে হাসপাতালে প্রসবের ব্যবস্থা করা উচিত। পুরো গর্ভকালীন সময়ে অভিজ্ঞ পুষ্টিবিদ এর পরামর্শ অনুসারে খাদ্য তালিকা মেনে চলা আবশ্যক।
৫. এছাড়া ইনডোর বিভাগে অভিজ্ঞ পুষ্টিবিদ দ্বারা প্রত্যেক ডায়াবেটিক রোগীর জন্য ৫ বেলা ব্যালেন্স ডায়েট তথা সুষম খাবার সরবরাহ করা হয়। যা ডায়াবেটিক রোগীর রোগ নিয়ন্ত্রণ নিশ্চিত করে।