জটিল রােগীকে চিকিৎসাসেবার জন্য যাতে হাসপাতালের বাইরে যেতে না হয় সেজন্য ২০০৮ সালের ৪ মার্চ হাসপাতালে ইনডাের বিভাগ চালু করা হয়।
২৫০ শয্যা বিশিষ্ট ও ৩৫টি কেবিন সম্বলিত ইনডাের বিভাগে রয়েছে অভিজ্ঞ ডাক্তার, নার্স, মেট্রনসহ সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স সার্ভিস, অত্যাধুনিক অপারেশন থিয়েটারে অপারেশনের সুবিধা। অপারেশনের জন্য রয়েছে বিশেষজ্ঞ গাইনােকোলজিস্ট, অভিজ্ঞ সার্জন, অ্যানেস্থসিয়া ডাক্তার, অভিজ্ঞ নার্স এবং অত্যাধুনিক যন্ত্রপাতি। তাছাড়া ইনডাের বিভাগে অভিজ্ঞ পুষ্টিবিদ দ্বারা প্রত্যেক ডায়াবেটিক রােগীর জন্য ৫ বেলা ব্যালেন্স ডায়েট তথা সুষম খাবার সরবরাহ করা হয়। যা ডায়াবেটিক রােগীর রােগ নিয়ন্ত্রণ নিশ্চিত করে। সম্প্রতি রোগীদের সুবিধার্থে ইনডাের বিভাগে বেড লিফট সংযােজন করা হয়েছে। এ হাসপাতালের রােগীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডায়াবেটিক রােগীদের ডায়াবেটিস রােগের উপর সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত চিকিৎসক, পুষ্টিবিদ এবং টেকনিশিয়ানের মাধ্যমে কাউন্সেলিং করা হয় এবং রােগীদের বিএমআই নির্ণয়ের পর খাদ্য ও পুষ্টি সম্পর্কেও পরামর্শ প্রদান করা হয়।
At a glance our in-patient services:
- ডিলাক্স, এসি ও নন-এসি কেবিন
- ইমার্জেন্সি বিভাগ (২৪ ঘন্টা খােলা থাকে)
- CCU, HDU, ICU
- অত্যাধুনিক অপারেশন থিয়েটার (তিন ইউনিট)
- ডায়াবেটিক ওয়ার্ড
- এন্ডােক্রাইন ওয়ার্ড
- শিশু ওয়ার্ড
- নবজাত শিশু ওয়ার্ড
- হৃদরােগ ওয়ার্ড
- ফুট কেয়ার ওয়ার্ড
- গাইনী ওয়ার্ড
- কিডনি ওয়ার্ড
- চক্ষু ওয়ার্ড
- চর্ম ও যৌন ওয়ার্ড
- মেডিসিন ওয়ার্ড
- নিউরাে-মেডিসিন ওয়ার্ড
- অর্থোপেডিক ওয়ার্ড
- সাজারি ওয়ার্ড
- নিউরাে-সাজারী ওয়ার্ড
- দন্ত ওয়ার্ড
- ফিজিওথেরাপী ওয়ার্ড
- ড্রেসিং বিভাগ
- ৫ বেলা সুষম খাদ্য ব্যবস্থা